freelancer profile

souravmizan

Member since 06 Oct, 2019

Muhammad Mizanoor Rahman Howlader

Beginner

  • Article Writing
  • Blog Writing
  • Book Writing
  • Business Writing
  • Presentations

Overview

মুহাম্মদ মিঝানুর রহমান হাওলাদার (মিজানুর রহমান সৌরভ) পিতা: মুহাম্মদ ইসমাইল হাওলাদার, মাতা: মৃত মনোয়ারা ইসমাইল ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তি প্রাপ্ত সৌরভ এইচএসসি পরীক্ষায় ১৯৯৪ সালে যশোর বোর্ডে বাণিজ্য বিভাগে সরকারী শেরে বাংলা ডিগ্রি কলেজ শিকারপুর থেকে ৩য় স্থান লাভ করেছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ বিবিএ এবং এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।
বেসরকারী সুবাস্তু ডেভলপমেন্ট লি: এ ইন্টার্নি অবস্থায় ২০০২ এর জুনে কর্মজীবনে প্রবেশ করেই ২০০৩ সালের মার্চ মাসের যোগদান করেন দেশের অন্যতম বম্বে সুইটস এন্ড কোম্পানী লিমিটেড এ। পরবর্তীতে আবারও চাকুরীর ট্র্যাক পরিবর্তন করে ২০০৫ সালে যোগদান করেন বাংলাদেশ ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে, ২০০৬ সালে চলে যান সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে এবং ২০০৭ সালের ৭ মার্চ যোগদান করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে এবং কর্মরত ছিলেন ২০০৮ সালের ১৫ নভেম্বর পর্যন্ত।
২৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৬ নভেম্বর ২০০৮ তিনি যোগদান করেন পরিকল্পনা মন্ত্রাণালয়াধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে পরিসংখ্যান কর্মকর্তা পদে।
চৌকস এ কর্মকর্তা ২০১৪ সালের আগস্ট উপপরিচালক পদে পদোন্নতি লাভ করে বর্তমানে বিভাগীয় পরিসংখ্যান অফিস, বরিশাল এর যুগ্মপরিচালক এর অতিরিক্ত দায়িত্বে আছেন।
২০০৯ সালে আঞ্চলিক পরিসংখ্যান অফিস, খুলনার আওতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা এবং পরবর্তীতে আঞ্চলিক পরিসংখ্যান অফিস, যশোরের আওতায় যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলা পরিসংখ্যান অফিসের দায়িত্বেও ছিলেন।
সরকারি দাপ্তরিক ভ্রমণের নিমিত্ত ইতোমধ্যে ভ্রমন করেছেন জাপান, শ্রীলংকা, থাইল্যান্ড ও ফিলিপাইন। এছাড়াও ২০১৪ সালে সম্পন্ন করেছেন পবিত্র হজব্রত।
কলামিস্ট সৌরভের লেখালেখিতে হাতেখড়ি স্কুলে জীবনেই। ফ্রিল্যান্স সাংবাদিক ও লেখক হিসেবে লিখে চলেছেন দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক ইত্তেফাক, জনকন্ঠ, সংবাদ ও অর্থনীতিসহ বিভিন্ন পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকায়। Share Business, Open Market Economy ও Marketing বিষয়ে গবেষণারত সৌরভের প্রকাশিত গ্রন্থসমূহ হচ্ছে
১. বিশ্ব অর্থনৈতিক সংকট ও মুক্তবাজার,
২. শেয়ার ব্যবসায়ের লাভজনক পদ্ধতি,
৩. অমর্ত্য সেনের মজার কাহিনী,
৪. বাংলাদেশ অর্থনীতির তিনদশক ও
৫. আমার মা মনোয়ারা ইসমাইল।
প্রকাশের অপেক্ষায় রয়েছে ‘শেয়ার অভিধান’, ‘বিশ্বায়ন ও বাংলাদেশ’, উজিরপুরের ইতিহাস, মুক্তিযুদ্ধে উজিরপুর, অর্থনৈতিক প্রবন্ধ সমূহ-১ ও রচনাবলী।
গবেষক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন জনাব মিঝান। বিপণন কৌশল ও মার্কেট শেয়ার বিষয়ক তাঁর প্রকাশিত গবেষনা প্রবন্ধ সংখ্যা ৫।
সংগঠক ও মুক্ত চিন্তার মানুষ জনাব মিঝান সরকারি চাকুরীর পাশাপাশি কাজ করছেন ইতিহাস ও ঐতিহ্য নিয়ে। তাঁর অন্যতম অবদান Historic Wazirpur (ঐহিত্যবাহী উজিরপুর) ফেজবুক গ্রুপ।
চৌকস এ কর্মকর্তা ইতোমধ্যে অর্জন করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০১৭। এছাড়াও তাঁর নেতৃত্বে বিভাগীয় পরিসংখ্যান অফিস বরিশাল, জেলা পরিসংখ্যান অফিস বরিশাল, ভোলা, ঝালকাঠি ও বরগুনা ২০১৮ সালে ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ ওয়েবপোর্টাল এর পুরস্কার লাভ করেছে।

Test Taken

No Test Given


Portfolio

No Approved Portfolio